মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু রায় ও সদস্য হায়দার আলী মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং বর্তমান ফরিদপুর-১আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলাম নাসির বক্তব্যে বলেন, “৫ আগস্টের আগে অনেকেই মিছিল-মিটিংয়ে অংশ নেননি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই পুরাতন নেতাকর্মীরাও কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন। এতে কোনো সমস্যা নেই। তবে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি কমিটিতেই যারা স্বৈরাচার সরকারের আমলে গত ১৭ বছরে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, হামলা-মামলার শিকার হয়েছেন বর্তমান কমিটিতে তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে। এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তুত কমিটির সদস্য আবুল কাশেম আবুল, হায়দার আলী মোল্যা, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আব্দুল আলিম মানিক, মৃধা বদিউজ্জামান বাবলু, ভিপি শাহীন, হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, কাজী মামুল হোসেন, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম ফকির, সাবেক ভিপি বিএনপি নেতা কনক হাসান মাসুদ, প্রার্থীদের মধ্যে থেকে সভাপতি প্রার্থী হিসেবে জিল্লুর রহমান জেলাল, লিটু, সাধারন সম্পাদক সরফরাজ হোসেন সাবলু, ফয়সাল মোল্যাসহ আরো অনেকে। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, মধুখালী উপজেলা পূজা উৎযাপন ফ্রন্ট এর মধুখালী শাখার সহ- সভাপতি অমল কৃষ্ণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক ত্রিনাথ পাল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনেক নেতাকর্মী।
