ePaper

বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা জানালেন স্ত্রীর প্রতি

বিনোদন ডেস্ক

নিজের বিবাহবার্ষিকী ভুলে গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও স্ত্রী শান্তা মনে করিয়ে দেওয়ার পর খানিকটা অনুশোচনাতেই ভুগছেন তিনি। সেই ঘটনা আবার তুলে ধরেছেন এক ফেসবুক স্ট্যাটাসেই। যেখানে তিনি জানালেন— বিবাহবার্ষিকীর কথা মাথায় না থাকলেও স্ত্রী শান্তার মনে করিয়ে দেওয়া আর সহনশীলতার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ।সেই স্ট্যাটাসে পুরোনো একটি পারিবারিক ছবি যুক্ত করে এই অনুভূতি ভাগ করে নেন চঞ্চল চৌধুরী।চঞ্চল লিখেছেন, ছবিটি প্রায় পনেরো বছর আগের; সম্ভবত কোনো পত্রিকার ফটোসাংবাদিক তাদের বাসায় গিয়ে তুলেছিলেন। ছবিতে তিনি, স্ত্রী শান্তা ও ছেলে শুদ্ধ— সবাইকে দেখা যায়। পোস্টে তিনি স্বীকার করেন, আজ তাদের বিয়ের দিন হলেও সেটি মনে ছিল না, এমনকি কততম বিবাহবার্ষিকী তাও তিনি ঠিক মনে করতে পারেননি। শান্তা লিখে মনে করিয়ে দেওয়ার পর কিছুটা লজ্জা ও অপরাধবোধ কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।সাংসারিক জীবনের প্রসঙ্গে চঞ্চলের সৎ স্বীকারোক্তি— অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও ব্যক্তিজীবনে ভুলে যাওয়ার প্রবণতা তাকে প্রায়ই অস্বস্তিতে ফেলে। তার ভাষায়, ভুলে যাওয়া যেন “একটা অসুখের মতো”। তবু সবকিছুর পরও শান্তার কাছ থেকে বড় কোনো অভিযোগ না পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পোস্টের শেষে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ‘শুভ বিবাহবার্ষিকী’ লিখে ভালোবাসার বার্তা দেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *