ePaper

টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চিংড়ি মাছে খোলশের ভিতর জেলি দিয়ে মাছ বিক্রি এবং নকল পন্যের বিক্রিতে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালনা করেন। গতকাল বুধবার সকালে শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে অভিযান করেন। অভিযানের শুরুতে পার্ক বাজারের চিংড়ি মাছের খোলশের ভিতর জেলি ব্যাবহার করে মাছ বিক্রির দায়ে আড়তদার মিজানুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই বাজারে মুরগিতে মাপে কম দেওয়ায় আরশাফকে ১০ হাজার টাকা এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে কসমেটিকসের দোকান তাজ কালেকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বরেন, পার্ক বাজারে চিংড়ি মাছে খোলশের ভিতর জেলি দিয়ে মাছ বিক্রি করছে। তাৎক্ষণিক অভিযান টিম হাতে নাতে ধরে যথাযথ আইনের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মুরগিতে মাপে কম দেওয়ায় সতর্কসহিত ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ এলাকা টাঙ্গাইল ক্লাবের পিছনে বাটার গলিতে গোপন সংবাদের ব্যক্তিতে একটি কসমেটিক্স দোকানে অভিযান করা হয়। সেখানে অবৈধ এবং নিষিদ্ধ পণ্য থাকায় জরিমানা করা হয়। তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সংবাদকর্মী মামুনুর রহমান, মাসুদ রানাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *