ePaper

সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা ভালরাখা, মাদকদব্র্য নিয়ন্ত্রন, অরুয়াইল বাজারের সরকারি ঘাটলা উদ্ধার, যানজট নিরসনে করনীয় বিষয়সহ উপজেলার সার্বিক আইন-শৃঙলার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবাগত সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শারমিন বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো.নাজিম উদ্দিন, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী। সেনাবাহিনীর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, শাহবাজপুর ইউপি পরিষদের প্রশাসক মো. মনির মিয়া, শাহজাদাপুর ইউপি পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা, কালিকচ্ছ ইউপি পরিষদ চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, মো. আইয়ুব খান মাস্টার, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌশাদ আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বিউটি আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মো. তফসির আহমেদ, সাংবাদিক মোহাম্মদ শরিফ উদ্দিন, সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন। এদিকে ভালো কাজের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম ও কালিকচ্ছ ইউপি পরিষদ চেয়ারম্যান মো. সায়েদ মিয়া’কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। সভায় এক সাংবাদিক বিশ্ব ব্যাংকের অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত ঘাট এখন বাঁশের নিচে। তিনি বলেন, সরকারি ঘাটলা উদ্ধার করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন, অরুয়াইল বাজারের ঘাটলা দখল হওয়ার কারণে ব্যবসায়ীরা বাজারে আসা মালপত্র ওটা-নামা  করতে পারছে না, তাই চরম ভোগান্তিতে হাট ও বাজারে আসা হাজার হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *