শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাসুদ হাসান খাঁন কিজিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রায় ৫০ জন সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
