পাবনা প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় হয়রানির শিকার হচ্ছেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাসÑএমন অভিযোগ উঠেছে জেলা পুলিশের বিরুদ্ধে। বেলা ১১টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস কারাগারের ভিতরে প্রবেশ করে। এরপর কিছুক্ষণ পর আসে পাবনা সদর থানার একটি গাড়ি। পরে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম নিজেই জেলগেটে উপস্থিত হন এবং মোবারক বিশ্বাসকে গ্রেফতার করার চেষ্টা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডিবির ওসি তা দেখাতে ব্যর্থ হন। তিনি জানান, উপরের নির্দেশ আছে গ্রেপ্তারের “পেপারস রেডি হচ্ছে।” পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে আসেন এবং ডিবির ওসি পাবনার চাটমোহর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মোবারক বিশ্বাসকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেন। পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলীর নির্দেশে এ ভুয়া মামলা দিয়েছন বলে জানান চাটমোহর থানা পুলিশ। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এটিকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। অভিযোগ রয়েছে, পাবনার এক প্রভাবশালী ঠিকাদারের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক মোবারক বিশ্বাসকে টার্গেট করা হয়। সেই ঠিকাদার জেলার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে মিলে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করছে বলেও দাবি করেছে সাংবাদিক মহল। এ বিষয়ে পাবনার সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মোবারক বিশ্বাসের মুক্তি ও দোষীদের শাস্তি দাবি করেছেন অন্যথায় কঠোর আন্দোলনের কথা জানান তারা।
