ePaper

নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ডিসিকে লিগ্যাল নোটিশ

হেলাল উদ্দিন (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ডাক ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান তুষার। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচরের বাসিন্দা মোশারফ হোসেনের পক্ষে জনস্বার্থে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, নবীনগরের নাসিরাবাদ বালুমহাল ইজারা নিয়ে মির্জারচরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, যা ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে। এতে চরলাপাং, মানিকনগর ও সাহেবনগরের বহু ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। বালুমহাল ও মৃত্তিকা ব্যবস্থাপনা আইন ২০১০, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘন করে এ কার্যক্রম চলছে বলে উল্লেখ করা হয়। দ্রুত ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘স্বর্ণ প্রাসাদ’ নামে পরিচিত বালুমহালটি সশস্ত্র প্রহরীদের নিয়ন্ত্রণে, যেখানে কেউ প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, “পরিবেশ রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব।” এর আগে প্রতিদিনের বাংলাদেশ-এর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই বিষয়ে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতেই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *