ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সিপাহী বাড়ীর কিশোর একরাম হোসেনের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চৌমুহনী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত একরামের পরিবারের সদস্যরা। এ সময় কিশোর একরামের পিতা আবদুল হালিম জানান, তার ছেলে একরাম পাশ্ববর্তি এলাকার স্বপনের বাড়িতে শ্রমিকের কাজ করতো। ২০২২ সালের ১৭ ডিসেম্বর একরামের লাশ স্বপনের গরুর ফার্ম থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনি থানায় তখল অভিযোগ দিলেও পুলিশ আত্মহত্যা করেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তিতে তিনি আদালতে বাড়ির মালিক স্বপন, স্বপনের স্ত্রী শামছুন্ নাহার, আত্মীয় শাহ আলম তপন, সাইফুল ইসলামসহ একাধিক জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত করছে পিবিআই। এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করে করেছেন নিহত একরামের স্বজন ও এলাকাবাসী। মামলার তদন্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ জানান, মামলাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বাদির দাবির পেক্ষিতে মৃত্যুর রহস্য উদঘাটনে আমাদের চেস্টা অব্যাহত রয়েছে।
