ePaper

মহিলা ইউপি সদস্যকে সমাজকর্মী মোর্শেদের ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরিফা বেগম শিউলী, রংপুর

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা সমাজ সেবা অফিসে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মোর্শেদুজ্জামানের বিরুদ্ধে এক মহিলা ইউপি সদস্যকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোর্শেদ উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়ন সমাজকর্মীর দ্বায়িত্ব পালন করছেন গতশুক্রবার ধর্ষণ চেষ্টার অভিযোগে সমাজকর্মী মোর্শেদুজ্জামান ও তার সহযোগী তহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রংপুর কোতয়ালী থানায় ওই ইউপি সদস্য বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত দু’জনই মিঠাপুকুর উপজেলা সমাজ সেবা অফিসে ইউনিয়ন সমাজ কর্মী পদে চাকুরী করেন। ভুক্তভোগী নারী ইউপি সদস্য বলেন, বয়স্ক লোকদের ও মহিলাদের ভাতার ব্যবস্থা সংক্রান্ত কাজের কারনেই অভিযুক্ত দুইজনের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ আগস্ট বিকেল চারটায় বয়স্কভাতা বই সংক্রান্ত ৫/১০ মিনিটের জন্য কথা বলার জন্য সমাজ কর্মী তৌহিদুল ইসলাম রংপুর নগরীর বিনোদপুর এলাকায় সাইদুল ইসলাম সুমনের দ্বিতল বিশিষ্ট বিল্ডিংয়ের নিচ তলার ভাড়া বাসায় নিয়ে যায়। ওই বাসায় ভাড়া থাকেন সমাজকর্মী মোর্শেদুজ্জামান। তৌহিদুল পূর্ব পরিকল্পনা মত ভুক্তভোগী ঐ নারী সদস্যাকে নিজ হাতে চা বানিয়ে পান করিয়ে মোর্শেদুজ্জানের থাবায় ফেলে দেন। ১৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মোর্শেদুজ্জামানের স্ত্রী কোথায় ছিলেন এমন প্রশ্নে তিনি এই রিপোর্টার কে জানান, সেসময় তিনি গ্রামের বাড়ি সৈয়দপুরে অবস্থান করছিলেন। বাড়িওয়ালা সুমনে স্ত্রী ও একই সময় একজন পুরুষ ও মহিলাকে মোর্শেদুজ্জামানের ঘরে ঢুকতে দেখেন। মিঠাপুকুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, আমরা এজাহার পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *