ePaper

মাগুরায় স্টাডি এক্সপ্রেস-এর শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম “স্টাডি এক্সপ্রেস”। গতকাল শনিবার বিকেলে শহরের পুলিশ লাইন উজির আলি প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। মোহাম্মদ উজির আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুস সালাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কিজিল হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত সাদিয়া। এতে বক্তব্য রাখেন স্টাডি এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল্লাহ আল মামুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুর রহমান ও সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সুধীজন ও অভিভাবক গন উপস্থিত ছিলেন। বক্তব্যে এমডি আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের ইউনিভার্সিটি এপ্লাই ও ভর্তি, ভিসা প্রসেসিং, বিমান টিকিটিংসহ প্রয়োজনীয় সব কার্যক্রমে সরাসরি সহায়তা করবে “স্টাডি এক্সপ্রেস”। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া, চায়না, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, “উচ্চশিক্ষার জন্য মাগুরার শিক্ষার্থীদের আগে ঢাকায় যেতে হতো। এখন জেলাতেই এ সুযোগ তৈরি হয়েছে। স্টাডি এক্সপ্রেসের মাধ্যমে মাগুরা নতুন দিগন্তের সূচনা করবে।” আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে “স্টাডি এক্সপ্রেস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *