ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালীতে চিংড়িঘের থেকে অপহরণের পর তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমদ কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে এবং ছাত্র জনতা আন্দোলনে শহীদ তানভীর ছিদ্দিকের চাচা। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, রাতে আটজইন্ন্যা ঘোনা এলাকার একটি চিংড়িঘেরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। তারা কর্মচারীদের মারধর করে মাছ ও মালামাল লুটে নেয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তোফায়েলকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। গতকাল রোববার ভোরে স্থানীয়রা কাউল্যার ব্রিজ এলাকার বাঁশঝাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তোফায়েলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্বজনরা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযান চলছে।
