বুরহান খান, কিশোরগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মোকাব্বির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যাপক রমজান আলী তাঁর নির্বাচনী এলাকা নিকলী ও বাজিতপুরের নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিশেষভাবে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ঘোরাউত্রা নদীর ভাঙ্গন থেকে ঐতিহ্যবাহী কাইমেরবালি গ্রামকে রক্ষায় অবিলম্বে বেরী বাঁধ নির্মাণের দাবি জানান। অধ্যাপক রমজান আলী বলেন, ইতোমধ্যেই কাইমেরবালি গ্রামের অর্ধেক এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে একটি মসজিদ ও একটি মন্দির নদীতে তলিয়ে গেছে। তিনি আরও জানান, গত ২০ আগস্ট মাইজচর ও বলিয়ারদী ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনগণের ভোগান্তি ও সমস্যাগুলো তিনি সরেজমিনে দেখেছেন। এ সময় তিনি গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, নদী ভাঙ্গন সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি বাজিতপুর ও নিকলীর অন্যান্য ভাঙ্গনকবলিত এলাকা রক্ষায় প্রটেকশন ওয়াল ও বেরী বাঁধ নির্মাণেরও দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন, কিশোরগঞ্জের ইটনা, মিটামইন ও অষ্টগ্রামসহ ভাটি এলাকার নদী ভাঙ্গন রোধেও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মোকাব্বির হোসেন জেলা আমীরের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য উপায়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।
