নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের নামে থাকা ‘হাজী সেলিম ডিগ্রি কলেজ’ এখন থেকে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ করায় ঢাকা জেলার হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটি এখন থেকে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার, আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করা হলো।
