ePaper

খুলনায় স্বর্ণের বারসহ মহিলা চোরাকারবারি গ্রেপ্তার

শাহবাজ জামান, খুলনা

খুলনা সাচিবুনিয়া মোড় থেকে ৫ পিচ স্বণের বারসহ রেজি (৪২) নামে এক মহিলা চোরাকারবারিকে আটক করা হয়েছে। লবনচরা থানা পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে আটক করে। তিনি সাতক্ষীরা সদরের মধু মোল্লা ডাঙ্গী গ্রামের হাইবুল্লাহর স্ত্রী। পুলিশ জানায়, লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় একালায় চেকপোস্ট পরিচালনা করে। ওইদিন সন্ধ্যায় চেকপোস্ট থেকে আসামির হেফাজত হতে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২৩.৩৮ (ছয়শত তেইশ দশমিক তিন আট) গ্রাম, বাজার মূল্য অনুমান ৮৩ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণের বারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *