সিরাজগঞ্জ প্রতিনিধি
সকল নারী ও কন্যাদের জন্য, অধিকার, সমতা, ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাসব্যাপী হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদানের শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। শনিবার বিকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারী স্বাবলম্বী নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও বেসরকারি স্যাটালাইট টেলিভিশন এঁর জেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এলাকার অসহায় ও দুস্থ, কর্মহীন নারিদেরকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ,। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার বলেন, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এরই আগে মহিলাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন এবং সন্তানদের লেখাপড়া শেখাতে সক্ষম হয়েছেন। এই ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়দেরকে খাদ্য সামগ্রী ফুট পেকেজ দেওয়া হয়েছে শীত কালীন সময়ে অসহায় শীতার্থ মানুষের মধ্যে গরম কম্বল বিতরণ করা হয়েছে। এবং তিনি আরো বলেন, সেলাই মেশিন দিয়ে কাজ করে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণার্থী ফাতেমা বলেন, প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস বিনামূল্যে সেলাই ও কাপড় কাটার প্রশিক্ষণ নিয়েছি আমি দরিদ্র পরিবারের অসচ্ছল নারী একজন নারী। এই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গেই আমার সামনে খুলে যায় এক বিশাল সম্ভাবনার দরজা। তাই ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ পক্ষ থেকে ১ টি করে সেলাই মেশিন। এই উপহারে আনন্দে উচ্ছ্বসিত আমি চোখে আমার ভবিষ্যতের নতুন স্বপ্ন। আমার জীবনে যেন বইতে শুরু করেছে সুখের এক নির্মল বাতাস। আমি দোয়া করি মনভরে। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল, ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী, সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা। উল্লেখ্য, ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
