চাঁদপুর প্রতিনিধি
চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ, জাঁকজমকপূর্ণ উদ্বোধন, তারপর ধীরে ধীরে অচলাবস্থা। চাঁদপুরের আউটার স্টেডিয়ামে অবস্থিত জেলার একমাত্র সুইমিংপুলের চিত্র এটি। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি ‘অরুন নন্দী সুইমিংপুল’ নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই পুল ৭ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। জানা যায়, একসময় শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় মুখর থাকলেও এখন সেখানে ধুলোবালু আর জরাজীর্ণতার ছাপ। দীর্ঘদিন পানির মেশিন বিকল থাকায় পুলে নেই স্বচ্ছ পরিষ্কার পানি। বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে নোংরা পরিবেশ। এছাড়া ভেঙে গেছে টাইলস। ভেতরে তৈরি হয়েছে ভূতুড়ে পরিবেশ। এ নিয়ে ক্ষুব্ধ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা বলছেন, জাতীয় মানের সাঁতারু তৈরির যে স্বপ্ন নিয়ে এ প্রকল্প, তা বাস্তবায়ন হয়নি। বরং কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত স্থাপনাটি এখন পরিত্যক্ত হয়ে আছে।
