গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা খাদ্য গুদাম (নতুন ভবন) নির্মাণে প্রকল্প কাজে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অনুপস্থিতিতে সিডিউল এর নিয়ম বর্হিভূতভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা খাদ্য গুদামের নতুন ভবন নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে মরিচাধরা রড দেশীয় বালি ও নিম্নমানের সিমেন্ট। এ ব্যপারে ভবনের কাজে নিয়োজিত শ্রমিকদের নিকট জানতে চাইলে তারা জানান, এই প্রকল্প ভবনের ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। ইঞ্জিনিয়ার হারেচ নামে একটা ব্যক্তি। এলাকাবাসির জানান, খাদ্য গুদামের নির্মাণকাজ করা হচ্ছে সিডিউল এর নিয়ম বর্হিভূতভাবে। এই নতুন ভবন নির্মাণে কোথাও প্রকল্প কাজের সাইনবোর্ড নেই। জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি “আঞ্চলিক খাদ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, রংপুর এ ধরনের নতুন ভবন নির্মাণে তত্বাবধান করেন বলে জানান। অন্যদিকে রংপুর আঞ্চলিক খাদ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (চলতি দায়িত্বে) নিয়োজিত মো. আরশাদ আইয়ুব আলী মন্ডল বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সরকারের অর্থের অপচয় রোধে এবং ভবিষ্যতে ভবনের স্থায়িত্ব নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
