ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজার জেলা কারাগারে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির শিকার হচ্ছেন স্বজনরা। অভিযোগ রয়েছে, কারাগারের প্রথম গেইট থেকে শুরু করে প্রতিটি ধাপে গড়ে উঠেছে ঘুষ ও প্রতারণার সিন্ডিকেট। দর্শনার্থীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে একটি প্রভাবশালী চক্র। সরজমিনে গিয়ে দেখা যায়, আসামি দেখার জন্য পরিবার-পরিজনদের আগে একটি স্লিপ কেটে দিতে হয়। তবে সেই স্লিপ কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও অনেক সময় প্রিয়জনকে দেখা যায় না। অথচ অনিয়মের মাধ্যমে টাকা দিলে মুহূর্তেই সাক্ষাতের সুযোগ মেলে। অভিযোগ অনুযায়ী, একজন দর্শনার্থীকে একজন আসামির সঙ্গে সাক্ষাতের জন্য দিতে হয় অন্তত ৫০০ টাকা। একসঙ্গে একাধিক স্বজনকে সাক্ষাত করাতে চাইলে অংক বেড়ে দাঁড়ায় ২ থেকে ৩ হাজার টাকার মতো। এই সুযোগ কাজে লাগাচ্ছে কারাগারের ভেতরের কিছু অসাধু কর্মচারী ও বাইরের প্রতারক চক্র। স্থানীয়রা জানান, জেলা কারাগারে ঢোকার প্রথম গেইট থেকেই শুরু হয় এই টাকার খেলা। ‘জেলার’ ও সংশ্লিষ্ট কিছু পুলিশ সদস্যের যোগসাজশে চলছে এই দুর্নীতি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো বাধ্য হয়ে ঘুষ দিচ্ছেন। অন্যথায় তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বজনদের দেখা পান না। কক্সবাজার জেলা কারাগারে দীর্ঘদিন ধরে দুর্নীতির এমন চক্র গড়ে উঠেছে। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, তেমনি ক্ষুণ্ন হচ্ছে আইনের শাসন ও প্রশাসনের ভাবমূর্তি। তারা কারা কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অবিলম্বে এই দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
