ePaper

রোনালদোর বিরুদ্ধে ‘ভুল আংটি’ দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাবের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

৯ বছরের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট পর্তুগিজ তারকার বান্ধবী তাকে বিয়ের প্রস্তাব দেওয়া আংটির ছবি প্রকাশ করেন। ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলে জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমান। এরই মাঝে এক গয়নাবিশেষজ্ঞের দাবি– ‘ভুল আংটি’র মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো।ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে স্প্যানিশ গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ বলেন, ‘বাগদানের আংটি যেমন হয়, এটি (রোনালদোর দেওয়া আংটি) সেই শর্ত পূরণ করেনি। কারণ এটি অনেক বড় এবং ভারী। এমন পাথর প্রায় ৪০ ক্যারেটের হয়, যেটা আংটি নয় বরং নেকলেসের (গলার মালা) সঙ্গে বেশি মানানসই। আংটিতে এত বড় পাথর থাকা বেশ অস্বস্তিদায়ক এবং আঙুলের নড়াচড়াকে বাধাগ্রস্ত করে। শুধু সেটিংটাই নিখুঁত, বাকিটা ত্রুটিপূর্ণ।’এরপর আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সানচেজ, ‘বিশেষ উপলক্ষ কিংবা উদযাপনের জন্য বড় ও উজ্জ্বল পাথর রয়েছে এই আংটিতে, যা প্রতিদিন পরার জন্য ?উপযুক্ত নয়। বাগদানের আংটি হলুদ কিংবা সাদা সোনার (হোয়াইট গোল্ড) হওয়া উচিত। একইসঙ্গে তা আরামদায়ক ও আঙুলের নড়াচড়ায় সহায়ক হতে হবে, কারণ ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে সেটি প্রতিদিন পরা–ই প্রত্যাশিত। ওই আংটি আসলে “ককটেল রিং”, যেটা বিশেষ কোনো উপলক্ষে মনোযোগ আকর্ষণের জন্য বানানো হয়েছে। ভালোবাসার অঙ্গীকার হিসেবে এটি প্রতিদিন পরার আংটি নয়।’বলে রাখা ভালো– ককটেল আংটি ও বিয়ের আংটিতে বেশ পার্থক্য আছে। প্রাচীন মিসরীয়, গ্রিক ও রোমান সভ্যতা থেকে বাগদান ও বিয়ের আংটির উৎপত্তি হয়। যা দেখতে আকৃতিতে কিছুটা ছোট এবং পরতে আরাম। অন্যদিকে, আকৃতিতে বড় এবং দৃষ্টি আকর্ষণ করে এমন পাথর ব্যবহার করা হয় ককটেল আংটিতে। যার প্রথম প্রচলন দেখা যায় যুক্তরাষ্ট্রে। ১৯২০–দশকের দিকে নারীরা তাদের স্বাধীনতা ও ব্যক্তিগত স্টাইল প্রকাশে এমন আংটি পরতেন। সঙ্গে থাকত স্বল্পবসনা পোশাক ও ভারী মেকাপের ব্যবহার।বেশ আগেই ৪০ বছর বয়সী রোনালদো বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে। গত ১১ আগস্ট বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। এর আভিজাত্য যেমন সবার নজর কেড়েছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’র্জিনার ছবি প্রকাশের পরই তার হাতে পরিহিত আংটির ওজন ও দাম নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার। স্প্যানিশ সাংবাদিক গুজমান জানিয়েছেন, আংটি ছাড়াও জর্জিনাকে মূল্যবান আরও কিছু উপহার দিয়েছেন রোনালদো। তার মতে, ‘রোনালদো শুধু আংটি দেননি। একটি পোরশে গাড়ি দিয়েছেন। ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি দামি ঘড়ি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও দিয়েছেন, যার দাম ৩০ হাজার ইউরোর বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *