ePaper

বিশ্বে প্রথম কৃত্রিম চোয়ালের হাড় তৈরি করলেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

মানুষের ইন্ডিউসড প্লুরিপোটেন্ট স্টেম (আইপিএস) কোষ ব্যবহার করে বিশ্বের প্রথম ৩ডি চোয়ালের হাড়ের মতো অর্গ্যানয়েড তৈরি করতে সক্ষম হয়েছেন। জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আজ বুধবার জিজি প্রেসের বরাতে এই সাফল্যের খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গবেষক দল বলেছে, চোয়ালের হাড়ের বিকাশ প্রক্রিয়া মানবদেহের অন্যান্য হাড়ের মতো নয়। আর এজন্য এটিকে কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। এছাড়া চোয়ালের হাড়ের ভেতরের জটিল কোষজালিক কাঠামো পুনর্নির্মাণের জন্য পর্যাপ্ত প্রযুক্তিও এতদিন ছিল না। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে গবেষকরা মানুষের আইপিএস কোষ সংগ্রহ ও এর বিকাশের মাধ্যমে কোষের এমন সমষ্টি তৈরি করেছেন, যা ধীরে ধীরে চোয়ালের হাড়ের কোষে রূপান্তরিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গবেষণায় তৈরি এই অর্গ্যানয়েডগুলো ইঁদুরের দেহে প্রতিস্থাপন করার পর তা পরিপক্ক হাড়ে রূপান্তরিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, কৃত্রিমভাবে তৈরি এই কোষ সমষ্টি সত্যিকারের হাড়ের মতো কাজ করতে সক্ষম। গবেষক দলের ধারণা, এই পদ্ধতি ভবিষ্যতে পুনঃজন্মমূলক চিকিৎসা এবং নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত বা হারানো চোয়ালের হাড় পুনঃস্থাপন বা চিকিৎসায় এর ব্যবহার সম্ভব হবে। জুলাই মাসে আন্তর্জাতিক জার্নাল নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের একটি অনলাইন সংস্করণে তাদের ফলাফল প্রকাশিত হয়। এর আগে চোয়ালের হাড় তৈরি করা কঠিন বলে মনে করা হত। কারণ, এর বিকাশ প্রক্রিয়া মানবদেহের অন্যান্য হাড়ের থেকে আলাদা। এই সফলতা কেবল চোয়ালের হাড়ের চিকিৎসা নয়, বরং কৌশলগতভাবে জটিল হাড় ও অন্যান্য অঙ্গের পুনঃনির্মাণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের স্বাভাবিক হাড় পুনরুদ্ধার, রোগ নির্ণয় এবং ওষুধ বিকাশে নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *