সৌমিত্র সুমন(পটুয়াখালী)কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ভূমিদস্যু ও মামলাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী। তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে এল.এ কেস নং-০৬ এর মাধ্যমে তাদের জমি অধিগ্রহণ করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এরপর স্থানীয় প্রভাবশালী আহসান হাবীবের নেতৃত্বে একটি প্রতারক চক্র ভূয়া ওয়ারিশ দেখিয়ে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। তিনি অভিযোগ করেন, আদালতে একাধিক মামলার রায় তাদের পক্ষে আসলেও প্রতারক চক্র নতুন করে মামলা দায়ের করে চাঁদাবাজি ও নানাভাবে ভোগান্তিতে ফেলছে। জমির মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসময় ভুক্তভোগী জমির মালিকরা উপস্থিত ছিলেন।
