ePaper

পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য বৈঠকে’ থাকতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শিগগিরই একটি বৈঠক হবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য সেই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছে নেই তার। মঙ্গলবার মার্কিন বেতার সাংবাদকি মার্ক লেভিনের অনুষ্ঠান মার্ক লেভিন’স রেডিও শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি— উভয়ের সঙ্গেই আমার খুবই সফল বৈঠক হয়েছে। এখন আমি ভাবছি, তাদের দু’জনের বৈঠকে বসা প্রয়োজন। সেই বৈঠকে আমার উপস্থিতি থাকবে না।”“আমি দেখতে চাই, শেষ পর্যন্ত (বৈঠকের) ফলাফল কী হয়। আমি সত্যিই দেখতে চাই।”“আপনারা জানেন, তাদের (পুতিন এবং জেলেনস্কি) সম্পর্ক শুধু খুবই কঠিন নয়, খুব খারাপও। এখন আমরা দেখতে চাই যে (বৈঠকে) তারা কী করেন। যদি দেখা যায় যে আমার সেখানে থাকা প্রয়োজন, তাহলে (পরবর্তী বৈঠকে) আমি থাকব।”ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওায় এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর  ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কয়েক বার পুতিনের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলার পর অবশেষে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে এবং তার তিন দিন পর  ১৮ আগস্ট ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ১৮ আগস্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান এবং জেলেনস্কি তাতে সম্মতি দিয়েছেন। শিগগিরই সেই বৈঠক হতে পারে বলেও জোর দিয়ে বলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *