ePaper

সেনবাগে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে সকাল ৭টার দিকে দুই বোনকে পুকুরে ভাসতে দেখে এক চাচা তাদের উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *