শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
মাগুরায় বণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বাষির্কী। গতকার মঙ্গলবার দুপুর মাগুরা নোমানী ময়দান মাঠ থেকে বের করা হয় বনাঢ্য র্যালী। র্যালীটি শহরের চৌরাঙ্গী মোড় হয়ে কলেজ রোড হয়ে ভায়না মোড় সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী র্যালীতে অংশগ্রহন করেন, জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব মোনায়ার হোসেন খানসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন্। মাগুরা চার উপজেলা ও একটি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নেচে গেয়ে, বাদ্যযন্ত্রের তালে তালে হাতে বিভিন্ন ব্যানার ও প্লাককার্ড হাতে নিয়ে অংশ গ্রহণ করেন। ভায়না মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, আসন্না ত্রয়োদশ নিবাচনের সঠিক তারিখ ঘোষনা করতে হবে। জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে হবে। নিজের মধ্যে কোন অনঐক্য করা যাবে না। ৫ আগষ্টের যে বিজয় তাদের নিজেস্ব সম্মিপতি বলে দাবি করে তারা প্রশাসনসহ দেশে একটি ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা যে আগামী দিনে নির্বাচন হলে এদেশের মানুষ কাদের পক্ষে রায় দেবে। প্রধান উপদেষ্টসহ সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমকান্ডে যারা জাতীয় ভাবে জড়িত তাদেরকে আহবান জানাতে চাই। সুনিষ্ট ভাবে নির্বাচনের তারিখ ঘোষনা করুন। দেশের ষড়যন্ত্রে পা দিলে আপনাও ভালো থাকবে আমরা মনে করছি না।
