ePaper

সোনাইমুড়ীতে অপচিকিৎসক মানিক খোনারের আস্তানা সিলগালা

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের নির্দেশে ভন্ড কবিরাজ মানিক খোনারের আস্তানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান চৌধুরী। গত সোমবার দুপুর ১২টার সময় উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় ও অভিযান সূত্রে জানা যায় হাটগাঁও গ্রামের মৃত মোজফ্ফর হোসেনের পুত্র আব্দুল মালেক প্রকাশ মানিক খোনার বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে আসছে। বিগত ৯বছর ধরে মানিক খোনার মানুষের ক্যান্সার, ডায়াবেটিস, সংসারে অমিল, বিয়ে না হওয়া, আপস সহ বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগ সারিয়ে দেওয়ার আশ্বাসে গ্রামের সহজ সরল অসহায় নিরীহ মানুষের থেকে বিপুল পরিমাণ ট্যাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে আসছি। এর পূর্বে ও তার আস্তানা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা টিনা পাল, ডক্টর রহিমা খাতুন ও রবিউল হাসান অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা ও মোসলেকা এবং জেল প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেক্রমে নদোনা ইউনিয়নের হাটগাও গ্রামের আব্দুল মালেক প্রকাশ মানিক খোনারের সকল প্রকার ঝাড়-ফুক, পানি পড়া সহ অপ-চিকিৎসার নিষিদ্ধ করে তার আস্তানা সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলার হাটগাও গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র ভুক্তভোগী নুরুন্নবী জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন উপজেলার অন্য কোন এলাকায় এ ধরনের অপচিকিৎসার অভিযোগ ও খবর পেলে উপজেলা নিবার্হী কর্মকর্তার পরামর্শে অভিযান চালিয়ে এ সব অপচিকিৎসা বন্ধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *