মো. শাহজাহান মিয়া(নারায়ণগঞ্জ) রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে ব্যাট বল, কলম, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও স্থানীয় সমাজসেবী মো. আলহাজ্ব নূরজ্জামান খান। বিশেষ অতিথি কর্নেল কামরুজ্জামান খান সভাপতি এডহক কমিটি পূর্বগ্রাম বহুপদী উচ্চ বিদ্যালয়, তাসবীর হোসেন সহকারী কমিশনার ভূমি পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল রূপগঞ্জ, মো. তরিকুল আলম সহকারী কমিশনার ভূমি রূপগঞ্জ, মোহাম্মদ তরিকুল ইসলাম অফিসার ইনচার্জ রূপগঞ্জ, মো. সিদ্দিক নুর আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রূপগঞ্জ, মো. মাসুদ রানা উপজেলা মাধ্যমিক অফিসার রূপগঞ্জ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। আলোচনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি এবং সরকারের শিক্ষাবান্ধব বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমাদের আত্মনিয়োগ ও সততার সাথে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। উল্লেখ্য, পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়টি অঞ্চলের একটি প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
