ePaper

নারায়ণগঞ্জে শহীদ জিয়া হলে অগ্নিকান্ড

মো. আল আমিন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনে শহীদ জিয়া হলের ভেতরে চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এসবের অধিকাংশই পরিত্যক্ত ছিল। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জিয়া হলের ভেতরে হলরুমটিতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে কল করা হলে তারা কাজ শুরু করেন। স্থানীয়রা বলছেন, পরিত্যক্ত ভবনটির ভেতরে ও পেছনের দিকে দিনে-রাতে মাদকসেবীদের আড্ডা বসে। সেখান থেকেও আগুন লাগতে পারে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এ হলের ভেতরে কোনো কার্যক্রম না হবার কারণে সেখানে বিদ্যুৎ সংযোগও নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছে না। এদিকে, জিয়া হল প্রাঙ্গণে চলছে জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলা। তবে, ভেতরের আগুন বাইরে ছড়াতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *