ePaper

১০ লাখ টন ডাল-চিনি আমদানি করবে সিনকস অটোমেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক            

স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে দেশে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সিনকস অটোমেশন টেকনোনজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এসব পণ্য আমদানি করা হবে।সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এ দুই পণ্য আমদানি অবাধ।এমতাবস্থায়, এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান পরিপালন সাপেক্ষে আমদানি করতে পারে ওই প্রতিষ্ঠান।এ বিষয়ে মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের উপসচিব সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *