ePaper

মায়ামিতে যোগ দিচ্ছেন এমি মার্টিনেজ!

স্পোর্টস ডেস্ক

যত দিন যাচ্ছে ততই যেন লিওনেল মেসির বন্ধু-সতীর্থদের মিলনস্থলে পরিণত হচ্ছে ইন্টার মায়ামি। সর্বশেষ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে নজর দিয়েছে তারা। কানাডার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে দাবি করেছে, এরই মধ্যে এমি মার্টিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে মায়ামি। কিন্তু হঠাৎ করেই ক্লাবটি এমি মার্টিনেজকে কেন দলে ভিড়ানোর কথা ভাবছে?

সম্প্রতি মায়ামি ছেড়ে শার্লট এফসিতে যোগ দিয়েছেন মায়ামির মূল গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই ট্রান্সফার থেকে একটি বড় অংকের জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) পেয়েছে ক্লাবটি। সেই অর্থ অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজকে দক্ষিণ ফ্লোরিডায় আনার জন্য ব্যবহার করতে পারে মায়ামি।২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি। যা তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও বাড়িয়েছে। ভিলার পক্ষ থেকে মার্টিনেজের ট্রান্সফারের জন্য বেশ উচ্চমূল্য দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এটি ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে। ভিলায় মার্টিনেজের শেষ ম্যাচে তার আবেগঘন বিদায়ী দৃশ্য অনেকের মধ্যে জল্পনা ছড়িয়েছে। তখন থেকেই অনেকের ধারণা, শিগগিরই ক্লাব ছাড়তে পারেন বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক।অবশ্য ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজকে কোনোভাবেই ছাড়বে না। ক্যালেন্ডারের ট্রেড থেকে প্রাপ্ত জিএএম দিয়ে ২০২২ বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে চেজ স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে মায়ামি। এই ট্রান্সফার সফল হলে মার্টিনেজ এমএলএস-এ পরিচিত মুখদের সঙ্গে পুনর্মিলিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *