মিলন পাটোয়ারী , জলঢাকা অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ গড়ি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে জলঢাকায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ্ ২০২৫ ইং। মৎস্য সপ্তাহ্ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, এর সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা আমীর মাওলানা, মোখলেছুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মিজানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলম, খাদ্যশস্য নিয়ন্ত্রক অফিসার গোলাম মোস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, প্রমুখ। উক্ত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন পদায়নের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী, ক্ষুদ্র খামারীসহ সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। মৎস্য আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, প্রযুক্তির ব্যবহার এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে জাতীয় উৎপাদন আরও বাড়াতে হবে। এর মাধ্যমে আমরা একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করব। মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ ইতোমধ্যেই সফলতা বয়ে এনেছে। বাংলাদেশের মানুষ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে রপ্তানিযোগ্য মৎস্য উৎপাদনের মাধ্যমে। বর্তমান প্রজ্বনন মৎস্য সপ্তাহের। দেশি মাছ নিধনে এক শ্রেনীর মানুষ নিষিদ্ধ ঘোষিত ক্যানেন্ট জাল ব্যবহারের মাধ্যমে যে ভাবে দেশি মাছ ধ্বংস করছে তা সত্যিই দুঃখজনক বিষয়। এ জন্য সকলের সার্বিক সদয় মনোভাব ও উদার আন্তরিকতা প্রয়োজন। জলঢাকায় মৎস্য চাষীর এক অভয়ারণ্য স্থান। এখানকার জলাশয় এবং উর্ভর কাদাযুক্ত মাটি মাছ চাষের উপর্যপুরি স্থানসমূহ। কারেন্ট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা সহ কার্যকারি পদক্ষেপে আমরা বদ্ধপরিকর। দেশি মাছ নিধনে আমাদের অভিযান অব্যহত থাকবে। মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী হাজীপাড়া এলাকার সফল মৎস্যচাষী আলহাজ্ব আজিজুল ইসলাম এবং গোলনা ইউনিয়নের চিড়াভেজা গোলনার গাউসুল আজম লিখনকে মৎস্যচাষী হিসাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান।
Related News
নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট মতিন
- Nabochatona Desk
- September 1, 2025
- 0
হেলাল উদ্দিন(ব্রাহ্মণবাড়ীয়া)নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে […]
মাদারীপুর ৬ দফা দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
- Nabochatona Desk
- March 1, 2025
- 0
আরিফুর রহমান, মাদারীপুর মাদারীপুর সরকারি কলেজের পকেট গেইট বন্ধসহ ৬ দফা দাবি নিয়ে অধ্যক্ষের কাছে স্মারক লিপি দিয়েছেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। […]
তরুণ উদ্যোক্তাদের জন্য বারি উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী
- Nabochatona Desk
- August 28, 2025
- 0
সাইফুল্লাহ, গাজীপুর “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর উদ্যোগে ২৭ আগস্ট কাজী বদরুদ্দোজা মিলনায়তনে তরুণ উদ্যোক্তাদের […]
