ePaper

রুক্মিণীর রাজকীয় লুক মন কাড়ল ভক্তদের

বিনোদন ডেস্ক

টালিউডের আলোচিত জুটি দেব-শুভশ্রীর রিইউনিয়ন এখনও আলোচনায়। সেই আবহে দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও বারবার আসছেন শিরোনামে। এমন আবহের মাঝে আকর্ষণীয় লুকে দেখা মিলল ওপার বাংলার এই নায়িকার।সম্প্রতি ভারতের শীর্ষ গয়নার ব্র্যান্ড ‘মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর শুভেচ্ছাদূত হয়েছেন রুক্মিণী। তাই সেই ব্র্যান্ডের অলংকার পরে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু ঝলমলে ফটোশুট; যা মন কেড়েছে ভক্তদের।দেখা যায়, হালকা সোনালি রঙের শাড়িতে রুক্মিণী ধরা দিয়েছেন এক রাজকীয় আবহে; গলায় হীরার নেকলেস ও কানে মানানসই দুল। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘হীরা আর সোনা তাদের মূল্য পায় বিরলতার কারণে, তাই বিরল হতে কখনও ভয় পেও না।’রুক্মিণীর এই লুক দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা। একজনের মন্তব্য, ‘খুব সুন্দর লাগছে’। আরেকজন লিখেছেন, ‘রুক্মিণী তোমাকে আমরা অনেক ভালোবাসি, নিজেকে এগিয়ে নিয়ে যাও।’ ৩৪ বছর বয়সী রুক্মিণী মৈত্র শুধু অভিনেত্রী নন, বরং টালিউডের অন্যতম স্টাইল আইকন। মাত্র ১৩ বছর বয়সে মডেলিং শুরু করলেও বড় পর্দায় অভিষেক ঘটে ২০১৭ সালে। এরপর থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন তিনি। এদিকে, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পর আর বড়পর্দায় দেখা না গেলেও সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’-র শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। তাই ভক্তদের অপেক্ষা এখন নতুন রূপে আবার কবে ধরা দেবেন রুক্মিণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *