ইদি আমিন এ্যাপোলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রয়াত গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ আয়োজন করে যাচ্ছে নানান অনুষ্ঠান। এরই অংশ হিসেবে গতকাল রোববার বাংলাদেশের প্রয়াত চারুশিল্পী ও ভাস্কর স্মরণে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান ‘সৃজনে-স্মৃতিতে’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান এবং ভাস্কর নভেরা আহমেদ-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করা হয়। বিকাল ৪:৩০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথম পর্ব আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন-এর উপর প্রবন্ধ রচনা ও পাঠ করেন নন্দনতাত্ত্বিক ও শিল্প সমালোচক বুলবন ওসমান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং পরিবারের সদস্য হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন। সন্ধ্যা ৬:৩০টায় একই স্থানে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে পটুয়া কামরুল হাসান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন-এর সভাপতিত্বে পটুয়া কামরুল হাসান-কে নিয়ে প্রবন্ধ রচনা ও পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের খণ্ডকালীন শিক্ষক নাহিন মাহমুদ। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস এবং পরিবারের সদস্য হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন পটুয়া কামরুল হাসানের মেয়ে সুমনা হাসান। আজ বিকাল ৪:৩০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পী এসএম সুলতান এবং সন্ধ্যা ৬:৩০টায় একই স্থানে ভাস্কর নভেরা আহমেদ স্মরণে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান ‘সৃজনে-স্মৃতিতে’ আয়োজন করা হবে।
