ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর
গাজীপুরের কাশিমপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল রোববার সকালে মহানগরীর কাশিমপুরের ০৫ নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির ভিতর থেকে এই রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে কিছু লোকজন সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটি গাছের সাথে গামছা প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত আফাজ উদ্দিন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আন্দারিঝার গ্রামের শামসুল হোসেন এর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির ভিতরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
