রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শনিবার সোনাপুর শ্রী শ্রী সনাতন হরিসভা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামগঞ্জ উপজেলা শাখা। সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে রামগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে শেষ হয়েছে। রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা জানান,বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আজ রাতে বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে,ধর্মপ্রান সনাতনী সম্প্রদায়ের অংশ গ্রহনে ও প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার সাহা,সাধারণ সম্পাদক অমৃত কর্মকার,সাংগঠনিক সম্পাদক জয়ন্ত বনিক, পৌর ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, পূজা উদযাপন পরিষদ রামগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা লিটন,পৌর পূজা পরিষদের আহবায়ক পিযুষ বনিক, সদস্য সচিব সঞ্জয় মজুমদার,যুগ্ম সদস্য সচিব কনক মজুমদার, পৌর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস সহ ছাত্র, যুব ও মহিলা ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
