হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) দুই দিনব?্যাপী ইন হাউজ ট্রেনিং প্রোগ্রাম-২০২৫ এর উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকালে টিটিসি’র নীলাচল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র সহযোগিতায় দুই দিনব্যাপী এ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ?্যক্ষ মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ?্যােতি বিকাশ চন্দ্র। উপস্থিত ছিলেন, মোঃ মশিউর রহমান চীফ ইন্সট্রাক্টর (সিভিল) , মোঃ রেজোয়ান হোসেন প্রশিক্ষক (ইলেকট্রিক?্যাল)। এ সময় ইন হাউজ ট্রেনিং প্রোগ্রামটিতে ৩২ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। ট্রেনিংয়ে টেইনার হিসেবে ছিলেন, মোঃ শরিফুল ইসলাম ইন্সট্রাক্টর (মেকানিক?্যাল) ও মুনিজা পারভীন প্রশিক্ষক (কম্পিউটার অপারেশন) প্রমূখ।
