ইউসুফ আহমেদ তুষার (কাশিমপুর) কোনাবাড়ী
গাজীপুর মহানগরের কাশিমপুরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৪ টায় কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনেও বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকারের দিকনির্দেশনায় এবং কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন। সঞ্চালনা করেন থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রহিম ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, আকবর হোসেন মাষ্টার, মোস্তফা মিয়া, আব্দুর রাজ্জাকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। তারা সবাই দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অন্যদিকে সন্ধ্যায় জাতীয়তাবাদী বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং তারেক রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। দেশের এই দুঃসময়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
