মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও ইউনিয়নগুলোর আওতাধীন সব ওয়ার্ড এবং একটি পৌরসভার সব ওয়ার্ড (৯টি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির এ জরুরি সভায় সব সদস্য উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে ও সদস্যসচিব বাবলু কুমার রায়ের সঞ্চালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সব সদস্যের সর্বসম্মতিক্রমে উপজেলা ১১টি ইউনিয়ন ও সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী ও সদস্যসচিব বাবলু কুমার রায় বলেন, ‘আমরা জরুরি সভা করে ১১টি ইউনিয়ন ও সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য তারিখ নির্ধারণ করেছি।’ অপরদিকে বিকেল ৫টায় পৌর বিএনপির প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ছাড়া দ্রুত নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত হয়। এ সময় ৯টি ওযার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে নতুন করে গঠনের জন্য তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির ও সদস্যসচিব কামরুজ্জামান মিন্টু জানান, পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
