ePaper

ফরিদপুরে নিলামকৃত জমি উচ্ছেদ নিয়ে ক্ষতিগ্রস্থের অভিযোগ

সবুজ দাস, ফরিদপুর

ফরিদপুর পৌরসভার ১১৬নং কমলাপুর মৌজায় বিএস ২৯৯৫নং খতিয়ানের বিএস ৮৬১৭ নং দাগের মোট ৪৩ শতাংশ জমির মধ্যে নিলাম হওয়া ১০ শতাংশ জমির দখল প্রশাসনের মাধ্যমে বুঝে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে ওই দাগের পুর্ব অংশে থাকা আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে একটি পক্ষের দাবী নিলামকৃত জমির অবস্থান পশ্চিম অংশে হলেও পুর্বে উচ্ছেদ করায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সাথে নিলামকৃত জমির পরিমান দশ শতাংশ হলেও ১৩ শতাংশের উপরে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে দাবী তাদের। কমলাপুরের বাসিন্দা মো. নজরুল ইসলাম মৃধা দাবী করেন, তার নিজের ক্রয়কৃত ৩.৩৭ শতাংশ জমিসহ পাওয়ার অব এটর্নি বলে আরো ১০ শতাংশ, সর্ব মোট ১৩.৩৭ শতাংশ জমি দলিলের শর্তানুযায়ী পুর্ব অংশে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের নিলামকৃত ১০ শতাংশ জমির অবস্থান পশ্চিমপাশে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে পুর্ব পাশের ১৩ শতাংশের উপরের সব স্থাপনাই উচ্ছেদ করা হয়েছে। আর উচ্ছেদে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি জানান, অর্থ ঋণ আদালতের রায়ের বাস্তবায়নে, রায় মোতাবেক যথাযথ স্থান থেকেই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের অতিরিক্ত স্থাপনা উচ্ছেদ করা হয়নি। তিনি জানান, কারো পক্ষপাতিত্ব নয়, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আলাদতে নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *