ePaper

পুতিনকে চিঠি লিখলেন মেলানিয়া, পৌঁছে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকের সময় মেলানিয়ার লেখা চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে খোলসা করে বলতে চায়নি হোয়াইট হাউস সূত্র। এটুকু জানা গেছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে যে সমস্ত শিশুরা সমস্যায় পড়েছে, তাদের কথা লিখেছেন মেলানিয়া। যুদ্ধবিধ্বস্ত শিশুদের দুর্দশার প্রতি পুতিনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।উক্রেনের অভিযোগ, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে অনেক শিশুকে তুলে নিয়ে গিয়েছে রাশিয়া। তিন বছরে অপহৃত শিশুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে  গেছে বলেও দাবি করা হয়। পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তাদের আটকে রাখা হয়েছে। রুশ বাহিনীর এই আচরণকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে ইউক্রেন।

অন্যদিকে মস্কো দাবি করছে,  শিশুরা দুর্বল, তাই শিশুদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। জাতিসংঘ অবশ্য রাশিয়ার এই আচরণের প্রতিবাদ জানিয়েছে। জানানো হয়েছে, ইউক্রেনের লক্ষ লক্ষ শিশুকে যন্ত্রণা দিচ্ছে রাশিয়া। তাদের অধিকার খর্ব করা হচ্ছে। ট্রাম্পের স্ত্রী এই বিষয়টিকেই ব্যক্তিগত চিঠির মাধ্যমে রুশ প্রেসিডেন্টের সামনে তুলে ধরতে চাইছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। যদিও যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দুই নেতা বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের আলোচনাই এখন মূল বিষয়। শিগগিরই তাদের মধ্যে বৈঠক হতে পারে, যেখানে ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *