ePaper

সুনামগঞ্জে বার্ষিক সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

মো. বাবুল মিয়া, সুনামগঞ্জ

“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ” শিশুকে গুরুত্ব না দিলে সুন্দর পৃথিবী বিনির্মাণ কোন ভাবেই সম্ভব নয়। শিশু শ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে কাজ করছে বার্ষিক সুরমা শিশু ফোরাম। বার্ষিক সুরমা শিশু ফোরাম সমাবেশ -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মো.বুরহান উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মো.আলমগীর কবির, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, অপূর্ব চিসিম, সঞ্জয় সিংহ, প্যাটিশিয়া রিছিল, সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী, সাধারণ সম্পাদক রাত্রি দে প্রমুখ। জাকি হোসেন ও রিয়াদের উপস্থাপনায় আলোচনা সভায় সুরমা শিশু ফোরামের সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের পড়াশোনার প্রতি মনোনিবেশ হতে হবে। সমাজের সকল অসংগতি দুর করতে শিশু কিশোরদের এগিয়ে আসতে হবে। সুনাগরিক হতে হলে ভালো কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *