রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন দখলমুক্ত করা হয়েছে। ভবনটিতে শিগগিরই পৌর পাঠাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার রুবেল মিয়া প্রমুখ। উপজেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভবনটি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। দখলমুক্ত করার পর এলাকাবাসীর জন্য পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপকৃত হতে পারেন।
