ePaper

১৭ বছরে ৮০১ বার আদালতে হাজিরা দিয়েছি : আলতাফ হোসেন

কাজী মামুন, পটুয়াখালী

মিথ্যা ও হয়রানি মূলক মামলা (৮০১ তম) হাজিরা দিতে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে কোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী। হাজিরা দিতে এসে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমি আমার আইনজীবীদের সঙ্গে ৮০১ বার আদালতে হাজিরা দিয়েছি।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে তার হিসাবই হারিয়ে ফেলেছি। গ্রেপ্তার ও আদালতে হাজিরা দেওয়া প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল।’ ‘একাধিকবার জেল খেটেছি। একবার ১৮ মাস, আরেকবার ৫ মাস, ’ বলেন তিনি। কারাগারের অভিজ্ঞতা ও স্মৃতিরও উল্লেখ করেন আলতাফ হোসেন। তার বিরুদ্ধে প্রতিটি মামলাই বানোয়াট ও মিথ্যা দাবি করে তিনি আরও বলেন, ‘আগের সরকার প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ ছিল। তারা যে অন্যায় করেছে, আমরা তার পুনরাবৃত্তি করতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ায় তাদের এসব কাজের জবাব চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *