ePaper

এবার দেব-শুভশ্রীকে নিয়ে বিশেষ বার্তা রাজ চক্রবর্তীর

বিনোদন ডেস্ক

ওপার বাংলায় বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর ফের বাংলার দর্শক ফিরে পেয়েছে তাদের অন্যতম জনপ্রিয় জুটিকে।

এর আগেও ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ এবং সিনেমার মুক্তির আগের দিন তাদের একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভেসেছিল ‘দেশু’ ফ্যানেরা। তবে সেই আবেগের মাঝেই পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে চলেছিল বিস্তর ট্রোল।

এমনকি রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রও খোঁচা দিয়ে লিখেছিলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা।’

পরে নাম না করে এই মন্তব্যের জবাব দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছিলেন, ‘না, বুকের বাঁ দিকটা তার চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। রাজই তার বৌয়ের সবচেয়ে বড় সমর্থক ও উৎসাহদাতা।’

সব মিলিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল। আর ‘ধূমকেতু’ মুক্তির পরই এবার রাজ চক্রবর্তী নিজেই দিলেন বিশেষ বার্তা। বৃহস্পতিবার পরিচালক সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’-র পোস্টার শেয়ার করে লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় মিস করবেন না যেন!’

রাজের এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন শুভশ্রীর স্বামীকে। একজন লেখেন, ‘আপনি একজন ভালো স্বামী।’ আরেকজন মন্তব্য করেন, ‘রাজ দা, তুমি সত্যিই শুভর জন্য সঠিক মানুষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *