ePaper

পিআর পদ্ধতির প্রস্তাব জটিলতা তৈরির জন্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখনও গরীব অর্থনীতির দেশ। এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল নয়। গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক পরিবেশ প্রস্তুত না হলে এই ধরনের ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়। ফলে এই ধরনের প্রস্তাব শুধুই জটিলতা তৈরি করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে আমরা মনে করি। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের এখনও কিছুদিন সময় বাকি আছে। আলোচনার মাধ্যমে অনেক কিছুর সমাধান সম্ভব। কিন্তু এক-দুইটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ও অন্যান্য ইস্যু সামনে এনে পরিস্থিতি জটিল করতে চাচ্ছে। রিজভী আরও অভিযোগ করেন, বর্তমানে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার ছড়িয়ে পড়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে কেউ উসকানিমূলক কথায় বেআইনিভাবে প্রাণ না হারায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে অনেককে আজীবন বহিষ্কারও করা হয়েছে। কিন্তু সামনে নির্বাচন থাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কূটকৌশল ও নীলনকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী শুক্রবার ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *