ePaper

গাজীপুরে ১২০ স্থাপনা উচ্ছেদ ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

মো. আব্দুল আজিজ, গাজীপুর

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (ফরিদ মার্কেট) এলাকায় ১১ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন বিভাগের বনভূমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছোট-বড় ঘর ও দোকান পাট সহ ১২০টি স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষিত বনের ১.৯৫ একর জমি পুনরুদ্ধার হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেস্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ, সহকারী বন সংরক্ষক সাকেরা আক্তার সিমু। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে সংরক্ষিত বনভূমির ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর অবৈধভাবে দখলকৃত ১.৯৫ একর জমি পুনরুদ্ধার করা হয় বলে জানান, ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *