মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ – এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন। এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ। জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা। উপসহকারী প্রকৌশলী মো. রহমান মিয়া। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার। সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। সাংবাদিক মো. শরিফ উদ্দিন। উপজেলা মৎস্য অফিসের মো.মনিরুল ইসলাম। মোহাম্মদ আলমগীর প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীর মাঝে এসব চেক বিতরণ করেন এবং শপথবাক্য পাঠ করান। এ অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম বাকিবুল্লাহ। সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১০জন তরুণ-যুবকের মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
