মো. আফজল হোসেইন,শ্রীমঙ্গল
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সনদ বিতরণ, আলোচনা ও র্যালির মাধ্যমে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে যুবক-যুবতীদের নিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্ব, অগ্রগতি এই প্রতিপাদ্যে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মূল আলোচনায় মিলিত হয়। পরে বায়োগ্যাসের উপর প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, ছাত্র জনতার গণ-আন্দোলনের ফসল বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজের মধ্যে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈশ্বিক চেতনা জাগ্রত করতে হবে। তাদের দায়িত্ববান, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে সুসংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করতে হবে। উৎপাদনক্ষম ও কর্মপ্রত্যাশী এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, এই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলার ৪০ জন যুবক-যুবতীর মধ্যে বায়োগ্যাস বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে স্বীয় ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
