ePaper

সাদা পাথরের করুণ অবস্থায় ব্যথিত রুবেল, জানালেন প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক

অনন্য সৌন্দর্যমন্ডিত সিলেটের সাদা পাথর হারিয়েছে আগের চেহারা। পাথরখেকোদের লোভে এখন সেখানে পাথর পাওয়াই দায়। এ অবস্থায় পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান এই পেসার।স্ত্রীর সঙ্গে সাদা পাথরে ঘুরতে যাওয়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রুবেল লেখেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’গেল কয়েকদিনে সাদা পাথরের বর্তমান অবস্থার ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের অবস্থা করুণ হয়ে পড়েছে। ন্যাক্কারজনক এ কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা। তারই ধারাবাহিকতায় কথা বলেছেন রুবেলও।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এসব পাথর লুটপাট। অনেকে আঙুল তুলেছেন বিএনপি ও যুবদল নেতাদের দিকে। এদিকে যাদের নামে অভিযোগ উঠেছে, সেসব ব্যক্তিদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। অন্যান্য দলের নেতাকর্মীদেরও এই লুটপাটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।এদিকে পাথর লুটপাটের ফলে এই এলাকার পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। পরিবেশবিদরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে। সরকার হারাতে পারে বড় অংকের রাজস্ব।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। ডানহাতি এই পেসার ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *