ePaper

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কেশবপুরে মানবন্ধন অনুষ্ঠিত

রাজীব চৌধুরী, কেশবপুর

ঢাকার গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যশোর জেলার কেশবপুর উপজেলার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার  বিকাল ৫ টায় কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে মানবন্ধনে প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও আমার দেশ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু, নিউজ ক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশিদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, শাহাজাহান কবির, সাংবাদিক ইনামুল হোসেন, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক শামিম আক্তার মুকুল, সাংবাদিক আব্দুস সালাম সবুজ, ইসমাইল হোসেন প্রমুখ। মানবন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রহমান, প্রভাষক শহিদুল ইসলাম সহিদ, হেলাল তারেক, আবু সালেহ মাসুদ হাসান, মনোতোষ দাস, খায়রুল আনাম, কৃষ্ণদাস, ইব্রাহিম খলিল বাবু, নাজিম উদ্দীন, আব্দুল হালিম, ইউছুব আলি, শামিম হোসেন, গোলাম ফারুক বাবু, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা তুহিন হত্যাকারীদের আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত ৮টার দিকে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *