ePaper

খেলাধুলা মানুষকে প্রফুল্ল করে তোলে: আহসান উদ্দিন খান শিপন

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

সরাইল উপজেলার সদর ইউনিয়নের” কুট্টাপাড়া লায়ন ক্লাবের আয়োজনে” সরাইল সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন। সরাইল ফুটবল একাডেমীর সভাপতি এস এম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো.আবুল কাশেম, মো. সোহাগসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে সরাইল ফুটবল একাডেমী ও কুট্টাপাড়া ফুটবল একাডেমী’র মধ্যকার খেলাটি ট্রাইবেকারে মীমাংসিত হয়। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, মো.মাসুম খন্দকার, আব্দুল্লাহ মতিন ও মো.শফিক। খেলার ধারাভাষ্যকার ছিলেন, মো. সুমেল। অনুষ্ঠিত সেমিফাইনাল খেলার প্রধান অতিথি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেন, সবার আগে বাংলাদেশ, সরাইল -আশুগঞ্জ মানুষের দ্বারে দ্বারে আমি যাব। আপনাদের ভালোবাসা ও আপনাদের সহযোগিতা প্রয়োজন। খেলাধুলার উদ্দেশ্যে শিপন বলেন, খেলা ধুলা মানুষকে প্রফুল্ল করে তোলে। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি মানুষকে আনন্দ ও উৎফুল্লতা এনে দেয়। খেলাধুলা করলে শরীরচর্চা হয়, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে। একই সাথে খেলাধুলা মনকে প্রফুল্ল করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। সাবেক ছাত্রনেতা শিপন বলেন, খেলাধুলা মানুষের জীবনে আনন্দ ও প্রফুল্লতা নিয়ে আসে। তাই, সুস্থ থাকতে ও আনন্দ উপভোগ করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *